দক্ষিণ দিনাজপুরেও এবারে করোনার আশঙ্কা, সন্দেহজনক একজনকে রাখা হল আইসোলেশন ওয়ার্ডে

আমাদের ভারত, বালুরঘাট, ২৯ মার্চ: দক্ষিণ দিনাজপুরেও এবারে করোনার আশঙ্কা। সন্দহজনক একজনকে রাখা হল আইসোলেশন ওয়ার্ডে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের ওই বাসিন্দা ২২ মার্চ পাঞ্জাব থেকে জেলায় ফিরেছেন। ভিন রাজ্যে গিয়েছিলেন শ্রমিকের কাজেই। যেখান থেকে জেলায় ফিরতেই রাখা হয়েছিল তাকে হোম কোয়ারেন্টাইনে। ফেরার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল ওই ব্যক্তির বলে সুত্রের খবর। এদিন তার শারীরিক অবস্থার আরো অবনতি হতেই তড়িঘড়ি নিয়ে আসা হয় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। সেখানেই আইসোলেশনে রয়েছেন হরিরামপুরের ওই বাসিন্দা। তবে সন্দেহজনক ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কি না তা পরীক্ষা করতে রক্তের নমুনা কাল পাঠানো হবে বলে জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। তবে জেলায় এই মূহুর্তে ৭৬৫৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, তিন মাস আগে পাঞ্জাবে যাওয়া ওই ব্যক্তি এর আগে টিবি অসুখে আক্রান্ত ছিলেন। তবে বাড়ি ফেরার পর থেকেই অসুস্থ ছিলেন। স্বাস্থ্য কর্মীদের নজরদারির মধ্যেই এদিন সন্দেহজনক ওই ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। রক্তের নমুনা পাঠানো হচ্ছে। রিপোর্ট সামনে এলেই পরিস্কার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *