
আমাদের ভারত, মালদা, ২৭ জুন: রাতের অন্ধকারে গুলি করে খুন করল আম ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের রামনাথপুর এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম আনোয়ার শেখ(৪৮)। তাঁর বাড়ি ওই এলাকায়।
জানা গেছে আনোয়ার শেখের আম বাগান রয়েছে। তাঁর বাগানে কয়েকদিন ধরে আম চুরি হচ্ছিল। সেজন্য শুক্রবার রাতে নিজেই আম বাগানে পাহারা দিচ্ছিলেন। বাগান দেখে মাঝরাতে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। এরপর তার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। মাটিতে লুটিয়ে পড়েন আনোয়ার শেখ। গোলমাল শুনে পরিবারের সদস্য শফিকুল শেখ সেখানে ছুটে যান। দুষ্কৃতিদের বাধা দিতে গেলে তাকে হাঁসুয়া দিয়ে পিছন দিক থেকে পিঠে কোপ মারে। তাঁর চিৎকারে গ্রামবাসীরা আসলে ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ আসে। নিহত আনোয়ার শেখের দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছে থানায়। এর পিছনে কি রহস্য রয়েছে কে বা কারা মেরেছে সে বিষয়ে তদন্ত নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ।