গোঘাটে এক ব্যক্তির বাড়িতে লক্ষাধিক টাকা ডাকাতি

আমাদের ভারত, আরামবাগ, ২৪ আগস্ট: মাঝ রাতে দরজা ভেঙ্গে ডাকাতি। পরিবারের লোকদের মারধর করে লুটপাট করে পালালো ডাকাতের দল। ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর অঞ্চলের মৃগার মন্ডলপাড়া এলাকায়।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কয়েকজন ডাকাত ওই এলাকার বাসিন্দার সরোজ মন্ডলের বাড়িতে ডাকাতি করে। লোহার জিনিস দিয়ে গেটে ভেঙ্গে বেশ কিছু দুষ্কৃতী বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বেশ কিছু দুষ্কৃতি বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল। কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল দুষ্কৃতীদের। তাদের কাছে ছিল ধারালো অস্ত্র।

বাড়ির মালিক সরোজ মন্ডলের সন্দেহ হয় বাড়ির মধ্যে কেউ ঢুকেছে। বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলে, তাকে ধরে ব্যাপক মারধর করে। এরপরে বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আলমারি খুলে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এই ঘটনায় জখম হয়েছে সরোজ মন্ডল সহ তিনজন। এরপর গোঘাট থানা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের চিকিৎসা ব্যবস্থা করে পুলিশ। এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্তে নেমেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here