একমাস পর খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ জুন: এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লক ডাউন ঘোষণা করে রাজ্য সরকার। সেই সময় দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির সাধারন ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। সেই মত মায়ের নিত্য পুজো মন্দিরের ভেতরে চললেও তালা দিয়ে দেওয়া হয় মন্দিরের গেটে।

অবশেষে লক ডাউনের মধ্যেই আজ জগন্নাথদেবের স্নান যাত্রার পূণ্য লগ্নে ভক্তদের জন্য খুলে গেলো দক্ষিণেশ্বর মন্দির। এদিন মন্দির খুলে গেলেও সেই অর্থে ভক্তদের দেখে পাওয়া গেল না। সমস্ত রকম করোনা সতর্কতা বিধি মেনেই আরম্ভ হলো ভক্তদের মন্দিরে প্রবেশ। মাস্ক ছাড়া কাউকেই মন্দিরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে মন্দিরে ঢোকার মুখে চলছে দেহের তাপমাত্রা মাপা র কাজ।

তবে এক মাস বাদে দক্ষিণেশ্বর মন্দির খোলার কথা প্রচার হতেই বেশকিছু ভক্ত এসেছিলেন মায়ের দর্শনে। মা’র দর্শন পেয়ে খুশী ভক্তরাও। তাদের বক্তব্য, “আজকের এই পূণ্যদিনে দিনে মায়ের দর্শন করতে পেরে এবং পুজো দিতে পেরে খুব খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *