বিশ্বহিন্দু পরিষদ পরিচালিত মন্দিরে বিয়ে হলো মুসলিম যুগলের

আমাদের ভারত, ৬ মার্চ: অনেক হিন্দুই মন্দিরে গিয়ে বিয়ে করে থাকেন। কিন্তু এবার হিন্দু মন্দিরে বিয়ে করলেন এক মুসলিম যুগল। এই দৃশ্য খুব একটা দেখা যায় না। কিন্তু এহেন ছবি এবার ধরা পড়লো হিমাচল প্রদেশে। রবিবার সিমলার রামপুরে একটি হিন্দু মন্দির চত্বরে ইসলাম রীতি মেনে বিয়ে করেছেন মুসলিম যুগল।

ঠাকুর সত্যনারায়ণ মন্দিরে বিয়েতে একসঙ্গে যোগ দিয়েছিলেন দুই সম্প্রদায়ের বহু মানুষ। এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ। এই বিয়েতে উপস্থিত ছিলেন আইনজীবীরা ও মৌলবীরাও।

পাত্রীর বাবা মহেন্দ্র সিং মালিক বলেছেন, রামপুরে সত্যনারায়ণ মন্দির চত্বরে মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের আয়োজন করতে শহরের সব শ্রেণির মানুষ এগিয়ে এসেছেন। বিশ্ব হিন্দু পরিষদ মন্দিরের ট্রাস্ট অগ্রণী ভূমিকা পালন করেছে। সমাজের সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছেন রামপুরের বাসিন্দা এই বিয়ের মাধ্যমে বলেই তিনি মনে করেছেন। তিনি জানান, তার জামাই এবং কন্যা দুজনই ইঞ্জিনিয়ার।

মন্দিরের ট্রাস্টের জেনারেল সেক্রেটারি বিনয় শর্মা জানিয়েছেন, মন্দিরটি চালায় বিশ্ব হিন্দু পরিষদ। সেখানে আরএসএস-এর জেলা অফিস রয়েছে। বিশ্বহিন্দু পরিষদ এবং আরএসএসকে মুসলিম বিরোধী বলা হয়ে থাকে। কিন্তু এখানে হিন্দু মন্দিরে বিয়ে হল মুসলিম যুগলের। এটাই সনাতন ধর্মের নজির। আসলে সনাতন ধর্ম সকলকে একসঙ্গে নিয়ে চলতে উৎসাহিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *