সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ ডিসেম্বর: মদ খেতে বাধা দেওয়ায় প্রতিবেশী মদ্যপদের হাতে মার খেয়ে অপমানে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার আদর্শপল্লি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম গৌতম দেবনাথ (৫৭)। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
এদিন সন্ধ্যেয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন গৌতমবাবু। সেই সময় এলাকার কয়েক জন যুবক গৌতমবাবুর বাড়ির সামনে মদ খেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। গৌতমবাবু ঘটনার প্রতিবাদ করতে গেলে মদ্যপ যুবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর মদ্যপ যুবকরা ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে গৌতমবাবুকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। সেই সময়ের মত সব কিছু ঠিক গেলেও রাত সাড়ে ১০টা নাগাদ ফের ওই যুবকরা বাড়িতে এসে হামলা চালায় এমনকি গৌতমবাবুকে মারধর করে। এরপর গভীর রাতে লজ্জায় অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় গৌতমবাবু। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি অশোকনগর থানার পুলিশ।