দাসপুরে বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত নবম শ্রেণির ছাত্রী

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জানুয়ারি:
বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। কৈগেড়া দামোদর বিদ্যালয়ের ওই ছাত্রীর নাম রূপসা জানা, বয়স ১৫ বছর। ঘটনাটি ঘটেছে দাসপুরের
বেলাঘাটা – কামালপুর রাস্তায়।

জানাগেছে, কামালপুর বাজার সংলগ্ন রাস্তায় বালি বোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ হারায় ওই ছাত্রী। তার বাড়ি শ্রীরাম নগরে। গাড়ির ড্রাইভার ও খালাসি পলাতক।

এলাকাবাসী গাছের গুড়ি ফেলে রাস্তা আবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ওভারলোডেড গাড়ি রাস্তা দিয়ে বেপরোয়াভাবে চলাচল করে। এর ফলে রাস্তায় যেমন খারাপ হয় তেমনি দুর্ঘটনার প্রবণতা বাড়ে। এই সমস্যার সমাধানের দাবি জানান এলাকাবাসীরা।

ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here