তমলুকে পথ কুকুরদের খাবার দিল একটি সংস্থা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ মার্চ : লকডাউনের ফলে বন্ধ দোকানপাট। বন্ধ শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকান। রাস্তায় খুব একটা দেখা মিলছে না সাধারণ মানুষের। করোনা সংক্রমনের মোকাবিলায় সরকারি নির্দেশে গৃহবন্দি অধিকাংশ মানুষ। সরকারিভাবে মানুষের খাবারের যোগান দেওয়া হলেও কার্যত অভুক্ত থাকতে হচ্ছে পথ কুকুরদের। সেই সমস্যা মেটাতে এবার তমলুক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নী সংস্থা এগিয়ে এল। প্রত্যেক বছরই জ্যৈষ্ঠ মাসে তারা ফলহারিণী কালী পুজো করে। সেই পুজো এবছর বন্ধ করোনার জন্য। সেই পুজোর টাকা থেকেই পথ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করল তারা।

উন্নয়নী সংস্থার এক সদস্য জানান, বর্তমান পরিস্থিতিতে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান মানুষের প্রতি সহৃদয় হলেও রাস্তার পথ কুকুরদের সেই রকম ভাবে কেউ নজর দিচ্ছে না। তাই অবলা জীবদের কথা ভেবেই তাদের নিজেদের সাধ্যমত খাবার তুলে দেওয়ার চেষ্টা করছে। রাস্তার পশুদের কথা বিবেচনা করে এক অনন্য নজির সৃষ্টি করল তমলুকের উন্নয়নী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *