জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: রবিবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। কেশিয়াড়ি থানার বনদেউলী গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম ঝাড়েশ্বর সিং (৪৭)।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। আর্থিক অবস্থা খারাপ থাকার ফলে মানসিক ভাবে তিনি ভেঙ্গে পড়েছিলেন। রবিবার সকালে বাড়ির কিছুটা দূরে একটি গাছে গলায় গামছার ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। এলাকাবাসীরা দেখতে পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশকে খবর দিলে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।