
পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ মার্চ: ঝাড়গ্রামে হাতির হানায় ফের মৃত্যু হল এক ব্যক্তির৷
সোমবার সন্ধ্যায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জানা গিয়েছে, কলাইকুন্ডা রেঞ্জে সাঁকরাইল ব্লকের বাকড়া বিটে সোমবার সন্ধে সাড়ে আটটা নাগাদ হাতির আক্রমণে মৃত্যু হয় এক ব্যক্তির। নিহত ব্যক্তির নাম সুজিত মাহাতো, বাড়ি ঝাড়গ্রাম জেলার ইন্দ্রখাড়ায় বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, হাতিটি সোমবার সকালে নয়াগ্রামের দিক থেকে ঘটনাস্থলের এলাকায় এসেছে। বারবার হাতির হানায় মৃত্যুর ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হচ্ছে। হাতি আক্রমণ রুখতে বন দফতরের তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন।