করোনা আক্রান্ত হয়েছেন এই সন্দেহে নিজেই হাসপাতালে গেলেন এক ব্যক্তি

আমাদের ভারত, হাওড়া, ১৮ মার্চ: তিনি করোনা আক্রান্ত হয়েছেন, এই সন্দেহে নিজেই হাসপাতালে গেলেন হাওড়ার এক বাসিন্দা। কয়েকদিন আগে তিনি বিদেশ থেকে ফেরেন। তারপরে তিনি জ্বর এবং সর্দি-কাশিতে ভোগেন। আজ তিনি হাসপাতালে যান।

জানা গেছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি বাসিন্দা ওই ব্যক্তি নিউইয়র্ক গিয়েছিলেন। গত ১ মার্চ তিনি ভারতে ফেরেন। তারপর তিনি বেঙ্গালুরু যান। সেখান থেকে কয়েকদিন আগে তিনি বাড়ি ফেরেন। এরপরে তাঁর জ্বর হয়, সঙ্গে সর্দি। করোনা আক্রান্ত হয়েছে কিনা এই আতঙ্ক তাঁকে গ্রাস করে। শেষ পর্যন্ত আজ সকালে তিনি হাওড়া সত্যবলা আইডি হাসপাতাল নিজেই গিয়ে ডাক্তার দেখান। ডাক্তাররা পরীক্ষা করার পর তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here