প্যারোলে মুক্তি পেয়ে ফেরার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পুরুলিয়া সংশোধনাগারের বন্দি

সাথী দাস, পুরুলিয়া, ১৯ মার্চ: সংশোধনাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে পলাতক এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। ঘটনাটি পুরুলিয়া জেলা সংশোধনাগারের। পলাতক ওই বন্দির নাম জগন্নাথ কুমার। তার বাড়ি কোটশিলা থানার বেলাডি গ্রামে। ওই ব্যক্তির বিরুদ্ধে পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করল পুরুলিয়া জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ।

২০০৯ সালে জগন্নাথ কুমারের কোটশিলা থানা এলাকার একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিল। গত ২৪ ফেব্রুয়ারি ২০ দিনের প্যারোলে ছাড়া পেয়ে বাড়ি গিয়েছিল ওই ব্যক্তি। তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় ওই বন্দি। নির্দিষ্ট সময় ফেরার কথা থাকলেও সে জেলা সংশোধনাগারে উপস্থিত হয়নি। তারপরেই গত ১৭ মার্চ জগন্নাথ কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পুরুলিয়া সদর থানা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here