স্বাস্থ্য সাথী কার্ডধারীর থেকে টাকা নিয়ে বিতর্কে জড়াল পুরুলিয়ার বেসরকারি হাসপাতাল

সাথী দাস, পুরুলিয়া, ১৪ জানুয়ারি: স্বাস্থ্য সাথী কার্ডধারীদের থেকে টাকা নিয়ে বিতর্কে জড়াল পুরুলিয়া শহরের একটি বেসরকারি হাসপাতাল। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তৃণমূল নেতারা। বুধবার রাত থেকে এই ঘটনায় উত্তেজনা দেখা দেয় হাসপাতাল চত্বরে।

পুরুলিয়া ২ ব্লকের বোঙ্গা বাড়ি গ্রামের এক বৃদ্ধ শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হন ওই বেসরকারি হাসপাতালে। ভর্তি করার সময় ১০ হাজার টাকা রোগীর পরিবারের কাছ থেকে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর ছেলে সহদেব মাহাতোর অভিযোগ, “এই হাসপাতালের কোথাও স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে লেখা বা উল্লেখ ছিল না। আমরা পরে জানতে পেরে কার্ড দেখালে হাসপাতাল কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করে। এদিকে বিশাল অঙ্কের টাকা খরচ দেখানো হচ্ছে। তাই এই কার্ডের আমাদের কাছে গুরুত্ব থাকলেও অজানা কারণে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তা গ্রাহ্য করছে না।”

ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই সেখানে পৌঁছান তৃণমূল নেতা জয় ব্যানার্জি। তিনি গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ‘স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে’ তা জনসমক্ষে দেখানোর জন্য বলেন। তার পরই তা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পরেই আসরে নামেন তৃণমূল নেতা হলধর মাহাতো। মূলত তাঁর উদ্যোগেই পিছু হঠে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ হাসপাতালের দায়িত্বে থাকা উত্তরা গোস্বামী বলেন,
“ওই রোগীর পরিজন অনেক পরে স্বাস্থ্য সাথী কার্ড দেখায়। ফলে আমাদের পক্ষে তা সমস্যার হয়ে দাঁড়ায়। পরে অবশ্য স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা দেওয়া হয়।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here