খেজুরিতে মৎস্যজীবীর জালে মাছের সঙ্গে ধরা পড়ল বিরল প্রজাতির হলুদ রঙের প্রাণী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জুলাই: মাছ ধরার আশায় রাতে খালে বসিয়ে ছিলেন বাঁকি জাল। সকালে উঠে খাল পাড়ে বাঁকিতে উঁকি দিয়ে যা দেখলেন তাতে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় মৎসজীবীর। মাছের সঙ্গে হলুদ রঙের কি একটা প্রাণী নড়াচড়া করছে বাঁকির ভিতরে৷ ভয় পেয়ে চলে গিয়েছিলেন৷ পরে পাড়া প্রতিবেশীকে সঙ্গে এনে বুঝলেন, হলুদ রঙের নড়াচড়া করা ওই প্রাণীটি আসলে ভয়ঙ্কর কিছু নয়, বিরল প্রজাতির একটি কচ্ছপ। জালে পড়া বিরল প্রজাতির এই কচ্ছপটিকে খেজুরি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। জলমগ্ন হয়েছে জেলার বিভিন্ন এলাকা। হুগলি নদীর পার্শ্ববর্তী খেজুরির বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন। তালপটি উপকূল থানার খেজুরি গ্রামের সুবিমল বেরা নামে এক মৎস্যজীবী মাছ ধরার জন্য স্থানীয় তালপাটি খালে বাঁকি জাল বসিয়ে ছিলেন। আর সেই বাঁকিতে ধরা পড়লো হলুদ রঙের বিরল প্রজাতির এই কচ্ছপ। ওই মৎস্যজীবী দ্রুত স্থানীয় শিক্ষক সমুদ্ভব দাসকে বিষয়টি জানান। শিক্ষক দ্রুত খেজুরি বনবিভাগের এক আধিকারিককে বিষয়টি ফোন করে জানান। দ্রুত খেজুরি বনবিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। মৎস্যজীবীর কাছ থেকে হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে নিয়ে আসেন। হলুদ রঙের কচ্ছপটির ওজন প্রায় ৬০০ গ্রাম। কচ্ছপটি এখন বনদপ্তরের তত্ত্বাবধানে আছে। সঠিক প্রাকৃতিক পরিবেশে পরে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে বনদপ্তর সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *