
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ জুন: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল বালিবোঝাই ডাম্পার। ঘটনাটি গোপীবল্লবপুর থেকে নয়াগ্রাম যাওয়ার রাস্তায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুবর্ণরেখা নদী থেকে ডাম্পারটি বালি বোঝাই করে নায়াগ্রামের দিকে যাচ্ছিল, সেই সময় গোপীবল্লভপুরের পিডরাগেরিয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। হতাহতের কোনো খবর নেই।