
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের আদিবাসী মেলায় গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে “সাপের কামড়ে মৃত্যু নয়,” এই নিয়ে চলছে সচেতনতা শিবির।
এই শিবিরে ভিডিও ফুটেজ ও লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিচ্ছেন। এই বার্তাটি হল, সাপে কামড়ালে পুরনো দিনের প্রথার মত ওঝার কাছে না নিয়ে গিয়ে প্রথমে হাসপাতালে নিয়ে যান। তাহলে সাপে কামড়ানো ওই মানুষটির বাঁচার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও যক্ষা রোগ, টিবি রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতন করতে মেলায় আসা মানুষদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সাথে চলছে মেডিকেল চেকআপ। প্রশাসনের এই উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছে।