কেশপুরের বগছড়ি এলাকায় বজ্রাঘাতে মৃত্যু ছাত্রের

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: কেশপুর থানার অন্তর্গত বগছড়ি এলাকায় বজ্রাঘাতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। কেশপুরের ধলহারার বাসিন্দা প্রলয় খামরুই নামে এই ছাত্র বাড়ি থেকে এক কিমি দূরে চাষের জমিতে তিল গাছ কেটে বাড়ি ফেরার সময় তার ওপর হঠাৎই বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কেশপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি কেশপুর থানার পঞ্চমী এলাকায় বাজ পড়ে ৩টি গরুরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here