হাওড়ায় দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে তিন সদস্যের ফরেনসিক দল

আমাদের ভারত, হাওড়া, ১১ মার্চ: গতকাল বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডের বন্ধ ঘরে দম্পতির মৃতদেহ উদ্ধারের পর আজ বিকাল চারটে নাগাদ তদন্তে আসে তিন সদস্যের ফরেনসিক দল। প্রায় ঘন্টাখানেক দুটি ঘরের আনাচেকানাচে, বাথরুম, কিচেন সমস্ত কিছু পরীক্ষা করে তথ্য সংগ্রহ করেন তাঁরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তদন্ত চলছে, প্রয়োজনীয় সূত্র তারা এখানে সংগ্রহ করেছেন এবং তথ্য তদন্তের স্বার্থে বেশি কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন।

বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডের তিনতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন নরেন্দ্র কুমার সিং ও তাঁর স্ত্রী সন্ধ্যা। এমনিতে হাসিখুশি পরিবার কাল সকাল দশটা নাগাদ হঠাৎ নরেন্দ্রর বাবা উত্তর প্রদেশ থেকে বাড়িওয়ালাকে ফোন করে তাঁর ছেলের সম্বন্ধে জানতে চান। তাঁকে গিয়ে ছেলে কেমন আছে দেখতে অনুরোধ করেন। তার কথায় আতঙ্কের ছোঁওয়া দেখে বাড়িয়ালা দৌড়ে আসেন। এসে দরজা বন্ধ দেখে পিছন দিকে উঠে দেখেন নরেন্দ্র গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং মাটিতে মৃত অবস্থায় পড়ে আছেন তাঁর স্ত্রী সন্ধ্যা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here