
সাথী দাস পুরুলিয়া ৬ জুন: পুরুলিয়ার রঘুনাথপুরের বাবুগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। শিল্পী লোহার নামে বছর তিনেকের ওই মেয়েটি খেলতে খেলতে রাস্তায় নেমে পড়ে। আর তখনই একটি বোলেরো গাড়ি ধাক্কা দেয় তাকে। ধাক্কায় গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় ওই শিশুটির।
দুর্ঘটনার পর গ্রামবাসীরা গাড়িটিকে আটকে ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।