সাথী দাস, পুরুলিয়া, ১৯ জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ঢোকার সময় পার্কিং স্থলে বাস থেকে পড়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম বেঞ্জামিন সান্ডিল (৪৫)। তাঁর বাড়ি বাঘমুন্ডি থানার বুড়দা গ্রামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা স্থলের কাছে পার্কিং করার সময় বাসের ছাদ থেকে পড়ে যান তিনি বলে জানান জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালী। ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই বাসের সঙ্গীদের মধ্যে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন তৃণমূলের জেলা সভাপতি গুরুপদ টুডু। তিনি জানান, “খুবই দুঃখজনক ঘটনা। ওই পরিবারের পাশে থাকবে তৃণমূল। বুধবার, ময়না তদন্তের পর বেঞ্জামিন সান্ডিলের দেহ নিয়ে ওঁর গ্রামে শোক মিছিল করব।”