অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ মার্চ:
জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলার। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম থানার নিগুইয়ের জঙ্গলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, মৃত মহিলার নাম দময়ন্তি মাহাতো।বয়স আনুমানিক ২৪ বছর। তার বাড়ি নয়াগ্ৰাম থানার বড়নিগুই গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের কর্মীরা, তাকে তড়িঘড়ি উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যান। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বেশ কয়েকদিন ধরে নয়াগ্ৰাম ব্লকের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে দলমার দলছুট ৭ থেকে ৮টি দাঁতালের দল। প্রায় দিন খাবারের সন্ধানে দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। কখনো লোকালয়ে চাষের জমিতে তাণ্ডব চালিয়ে নষ্ট করছে বিঘার পর বিঘা চাষের ফসল। আবার কখনোও ভাঙ্গচুর করছে গৃহস্থের বাড়ি। তাতে প্রাণহানির ঘটনাও ঘটছে। ঝাড়গ্ৰাম জেলায় প্রতিনিয়ত হাতির আক্রমণে যেভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে তাতেই বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। কবে হবে হাতির সমস্যার সমাধান সেদিকে তাকিয়ে ঝাড়গ্ৰাম জেলাবাসী।