বাঁকুড়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া দুই যাত্রীর প্রাণ বাঁচালেন মহিলা আরপিএফ কর্মী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ আগস্ট: চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া দুই যাত্রীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন মহিলা আরপিএফ কর্মী। হাড় হিম করা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া স্টেশনে।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাঁকুড়া স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে পৌছায় জেওয়াইজে পুরী এক্সপ্রেস ট্রেনটি।পাঁচটা চৌত্রিশে ট্রেনটি নির্দিষ্ট সময়ে বাঁকুড়া স্টেশন ছেড়ে রওনা দেয়। ওই সময় প্ল্যাটফর্মে ডিউটি রত ছিলেন এএসআইএম কুমার ও মহিলা কনস্টেবল কে তেজা। ওই সময় তাদের নজরে আসে এক ৬৮ বছর বয়সী মহিলা ও তার পুত্র ট্রেনে ওঠার চেষ্টা করছেন। ট্রেন ছেড়ে দেওয়ায় তারা পা ফস্কে প্ল্যাটফর্ম ও রেল লাইনের মাঝে পড়ে যান।এদিকে ট্রেন গতি বেড়ে ছুটতে শুরু করেছে। এই দৃশ্য দেখে আরপিএফ কর্মী মহিলা কনস্টেবল কে তেজা ছুটে গিয়ে দু’জনকে টেনে বের করে আনেন। যার ফলে দুই যাত্রীই প্রাণে রক্ষা পান।

দুই যাত্রীকে জিঞ্জাসাবাদ করে জানা যায়, তারা পুরী যাওয়ার জন্য তাদের নির্ধারিত রিজার্ভ এ ওয়ান কোচে ওঠার চেষ্টা করেন।কিন্তু উঠতে গিয়ে বিপত্তি ঘটে। তাদের অনুরোধ মত ঐ ট্রেনের গার্ডের সাথে যোগাযোগ করে তাদের ট্রেনে তুলে দেন আরপিএফ কর্মীরা।তাদের নতুন জীবন দেওয়ার জন্য আরপিএফ কর্মী ও বাহিনীকে ধন্যবাদ জানান তারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here