
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানা এলাকার ঘুচিশোল গ্রামে অবৈধ প্রেমের সম্পর্কের জেরে এক মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। ওই গ্রামের বাসিন্দা মালতি মুর্মু নামে এক মহিলার সাথে পাশের জারদা গ্রামের সনাতন হাঁসদার অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতে গ্রামের পাশে একটি ফাঁকা জায়গায় সনাতন হাঁসদা ও মালতি মুর্মুকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় এলাকারই কিছু যুবক। এরপর যুবকেরা মাঠ থেকে দু’জনকে মারতে মারতে গ্রামে নিয়ে আসে এবং লাঠি দিয়ে দুজনকে বেধড়ক পেটায় ওই যুবকরা। গ্রামবাসীরা সকলে ওই যুবকদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি শান্ত করার পর যে যার বাড়ি চলে যায়। পরে গভীর রাতে মৃত্যু হয় মালতি মুর্মুর।
গুরুতর আহত অবস্থায় সনাতন হাঁসদা শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর মারধরে অভিযুক্ত যুবকেরা পলাতক। আনন্দপুর থানার পুলিশ আজ শুক্রবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠায়। পলাতক যুবকদের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।