পোল্ট্রি ফার্ম থেকে বাড়ি ফিরলেন এক শ্রমিক

আশিস মন্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৭ জুন: প্রশাসনিক উদাসীনতায় পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে রাত কাটাচ্ছিলেন এক পরিযায়ী শ্রমিক। সংবাদ মাধ্যম এলাকায় গিয়ে খবর সংগ্রহ করতেই প্রশাসনের পক্ষ থেকে ওই শ্রমিককে উদ্ধার করে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের হরিদাসপুর অঞ্চলের বহু মানুষ মহারাষ্ট্রে কাজ করতে যান। লকডাউনে দীর্ঘদিন আটকে থাকার পর ওই বেশ কয়েকজন শ্রমিক পায়ে হেঁটে, লরি ধরে দিন সাতেক আগে গ্রামে ফেরেন।

গ্রামবাসী এবং ভিলেজ পুলিশের কাছ থেকে জানতে পেরে তাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেখানে থাকার কোনও পরিকাঠামো না থাকায় গ্রামের বাইরে একটি জঙ্গলের মধ্যে পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে রাত কাটাতে শুরু করেন এক শ্রমিক। বাড়ি থেকে দুবেলা খাবার পৌঁছে দেওয়া হত সেখানে। বিদ্যুত না থাকায় লন্ঠন জ্বালিয়ে রাত কাটাচ্ছিলেন ওই শ্রমিক। আজ সকালে সংবাদ মাধ্যম গ্রামে যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ওই শ্রমিককে গ্রামের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যায় প্রশাসন। এদিকে গ্রামের কয়ারান্টাইনে যারা ছিলেন শ্রমিককে স্কুলে ঢোকাতেই তারা সেখান থেকে বাড়ি চলে যান। এনিয়ে গ্রামে অশান্তির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ওই শ্রমিককে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়।

পোল্ট্রি ফার্মে থাকা শ্রমিক বলেন, “মহারাষ্ট্র থেকে বাসে ফিরি। কিন্তু গ্রামবাসীরা ঢুকতে না দেওয়ায় পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে কষ্টে ছিলাম। সরকার থেকে কোনও ব্যবস্থা নেয়নি। মহারাষ্ট্র থেকে পাঁচ দিন ধরে বাসে খুব কষ্টে আসি। এখানে এসেও চরম কষ্ট পেলাম। কেউ খবর রাখেনি। খাবার দাবার দেয়নি”।

নলহাটি ১ নম্বর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। খবর পেয়ে ওই শ্রমিককে উদ্ধার করে আমরা ব্লকে আনতে চেয়েছিলাম। কিন্তু তার সাতদিন বাড়ি বাইরে থাকা হয়ে গিয়েছে তাই পরিবারের অনুরোধে তাকে বাড়িতে আলাদা ভাবে থাকার জন্য বলা হয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *