ধর্মতলায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এক যুবক, করোনা সন্দেহে আইডিতে নিয়ে গেল পুলিশ

নীল বনিক, আমাদের ভারত, ২৩ মার্চ: ফের কলকাতায় করোনা আক্রান্ত সন্দেহে এক যুবকের খোঁজ মিলল কলকাতায়। গতকালই ওই যুবক কেরল থেকে ফিরেছেন। অসুস্থ হয়ে তিনি ধর্মতলায় শুয়ে পড়েছিলেন। তাঁকে বেলেঘাট হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

সোমবার সকালে ধর্মতলা বাসস্ট্যান্ডে এক যুবক অসুস্থ বোধ করেন। জানাগেছে, ঐ যুবক রবিবার কেরল থেকে
কলকাতা ফেরেন। কাল থেকেই তাঁর জ্বর ছিল। তাঁর বাড়ি অসমে। তাঁর সঙ্গে আরও এক জন রয়েছেন। গতকাল গাড়ি বন্ধ থাকায় যেতে পারেননি। আজ ওই দুই যুবক উত্তরবঙ্গে যাবার জন্য ধর্মতলায় এল টুঢেন্টি বাস স্ট্যান্ডে আসেন। তারপরেই অসুস্থ হয়ে তিনি শুয়ে পড়েন।

খবর যায় কলকাতা পুলিশের কাছে। পুলিশের একটি অ্যাম্বুলেন্স নিয়ে আছে। এরপর অসমের বাসিন্দা ওই যুবককে বিশেষ পোশাক পরিয়ে বেলেঘাটা আইডিতে নিয়ে যায়। কলকাতা পুলিশ সূত্রের খবর যুবকটি বাঙালি। কারন পুলিশের সঙ্গে সাবলীল ভাবে বাঙলায় কথা বলেছেন। যুবকের আনুমানিক বয়স ৩০ বছর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here