বিয়ে করে বউ বিক্রি করার অভিযোগ উঠল শান্তিপুরের এক যুবকের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত,নদিয়া, ২২ নভেম্বর:
বিয়ে করে ব‌উ বিক্রি করার অভিযোগ উঠল শান্তিপুরের এক যুবকের বিরুদ্ধে। শান্তিপুর নতুনহাট হরিজন শেটের ঘটনা।
সূত্রের খবর, শান্তিপুরের নতুনহাট হরিজন শেটের বাসিন্দা দীপ হালদার দেড় বছর আগে ১৮ নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়ার হরিজন শেটের বাসিন্দা টুম্পা হরিজনকে প্রেম করে বিবাহ করে। মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের এক মাসের মধ্যে টুম্পাকে শিলিগুড়িতে দীপের দিদির বাড়িতে নিয়ে যায়। পেশায় বার ড্যান্সার দিদির সহযোগিতায় দীপ তার স্ত্রী টুম্পাকে বিক্রি করে দেয় বলে অভিযোগ পরিবারের।

মেয়ের পরিবারের আর ও অভিযোগ দেড় বছরের মধ্যে দীপ প্রায়ই শিলিগুড়িতে তার দিদির বাড়ির ওখানে দোকান নেওয়ার জন্য এখানে এসে টাকার দাবি করত। খেপে খেপে অনেকবার তারা টাকা দিয়েছে। টাকা না দিলেই চলত মেয়ের উপর মানসিক নির্যাতন ও মারধর। অভিযোগ টাকা না দিলে মেয়েকে বিক্রি করে দেবারও হুমকি দিত দীপ।

হঠাৎ গত কাল মেয়ের পরিবারের লোকজন দীপ হালদারকে বাড়ি ফিরতে দেখে তাকে তুলে নিয়ে এসে বাড়িতে আটকে রাখে। তাদের মেয়ের খোঁজ খবর নেয়। দীপ জানায় তাদের মেয়ে শিলিগুড়িতে আছে। মেয়ের পরিবারের লোক গাড়ি ভাড়া করে ওখানে যায়। কিন্তু কোনও জায়গায় তাঁকে পাওয়া যায়নি। অবশেষে শান্তিপুর ফিরে আজ ছেলের বিরুদ্ধে অভিযোগ জানায় মেয়ের বাড়ির লোকজন। পুলিশ দীপ হালদারকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here