অনুব্রতকে অসুর সাজানোয় আটক সিউড়ির যুবক

আশিস মণ্ডল, সিউরি, ১৬ সেপ্টেম্বর: মমতাকে মা দুর্গা এবং অনুব্রত মণ্ডলকে অসুর সাজিয়ে ফেসবুকে আপলোড করার দায়ে আটক করা হল এক যুবককে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপান উতোর শুরু হয়েছে। তবে এনিয়ে যুবকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত যুবকের নাম বর্ণ মণ্ডল। বাড়ি সিউড়ি ২ নম্বর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের পতন্ডা গ্রামে। ধৃত যুবক বুধবার তাঁর নিজের ফেসবুক পেজে একটি দুর্গার মূর্তির ছবি আপলোড করেন। মা দুর্গার মুখের জায়গায় সুনিপুন হাতে বসানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পিঠে চড়ে অসুর বধ করছেন মা। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে অসুর দেখানো হয়েছে। এই ছবির পিছনে আবার রং বিহীন মা দুর্গার একটি মূর্তি দেখা যাচ্ছে। এই ছবি আপলোড করার সময় ওই যুবক নিজের মন্তব্যের জায়গায় লিখেছেন ‘কেস দেবেন না প্লিজ’।

এছাড়াও ধৃত বর্ণ নিজের ফেসবুকে লক্ষ্মী ভাণ্ডারের লম্বা লাইনের ছবি তুলে লিখেছে ‘লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ’। এরপরেই স্কুলের ফাঁকা চেয়ার বেঞ্চের ছবি দিয়ে লিখেছে ‘সরস্বতীর ভাণ্ডার শূন্য’। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে পড়েন তৃণমূল নেতা কর্মীরা। দলের ব্লক সভাপতি নুরুল ইসলাম সিউরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বর্ণকে বাড়ি থেকে আটক করেছে।

নুরুলের দাবি, রাজনৈতিক উদেশ্যে বিজেপি এসব করেছে। বিজেপির জেলা সহ সভাপতি উত্তম রজক বলেন, “ছেলেটি তৃণমূল ঘরানার। বিজেপির সঙ্গে তার কোনও যোগ নেই। অহেতুক বিজেপিকে জরানো হচ্ছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *