গাইঘাটায় চোর সন্দেহে এক যুবককে হাত পা বেঁধে গণপিটুনি, গ্রেফতার যুবক

আমাদের ভারত, বনগাঁ, ১৩ ফেব্রুয়ারি: ফের চোর সন্দেহে এক যুবককে হাত পা বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ঠাকুরনগর বাজারে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে ঠাকুরনগর স্বাস্থ্য কেন্দ্রেতে ভর্তি করে। পুলিশ জানিয়েছে ওই যুবকের পরিচয় এখনও সঠিক পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ঠাকুরনগর বাজারে রঞ্জিত সরকারের চালের দোকান থেকে চাল কিনতে যায় ওই যুবক। প্রথমে দোকানের সামনের একটি চালের বস্তা থেকে পাঁচ কেজি চাল নেয় সে। পরে দোকানের পেছন দিকে একটি বস্তার চাল দেখিয়ে আরও পাঁচ কেজি চাল দিতে বলে। দোকানদার চাল মাপতে পিছন ঘুরতেই ক্যাসবাক্স থেকে একটি কুড়ি হাজার টাকার বান্ডিল নিয়ে বলে, আমি মাংস কিনে চাল নিয়ে যাব। এই বলে ওই যুবক বাজার থেকে বেরিয়ে যায়। দোকানদার ঘুতেই দেখে তার ক্যাসবাক্স খোলা। তখনই তাঁকে চোর বলে পিছনে ধাওয়া করে। পথ চলতি মানুষ তাঁকে ধরে ফেলে। তারপর চলে গণপিটুনি। পরে হাত পা বেঁধে তাঁকে মাটিতে ফেলে লাথি, কিল, ঘুশি দিতে থাকে। মারতে মারতে কাঁপুনি উঠে যায় ওই যুবকের। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় ওই যুবককে। পুলিশের সামনেও ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ।

দোকানদার রঞ্জিত সরকার বলেন, ক্যাসবাক্স খোলা দেখে আমার সন্দেহ হয়। তাঁর পিছু নিতেই টাকার বাণ্ডিলটা ড্রেনের মধ্যে ফেলে দেয়। ড্রেন থেকে তুলে আমাকে ফেরত দেয় অন্য এক দোকানদার। ওই টাকার বান্ডিলে ২০ হাজার টাকা ছিল বলে দাবি করেন রঞ্জিতবাবু। গাইঘাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here