অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ ডিসেম্বর: ঝাড়গ্রামে ক্রিকেট খেলায় সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। অভিযুক্ত যুবক পলাতক।
মঙ্গলবার ঝাড়গ্রাম প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলা দেখতে এসে পুরনো বচসার জেরে খুন হতে হলো এক যুবককে। স্থানীয় সূত্রে জানা যায়, শেখ তদবীর আলী নামে এক যুবককে গুলি করে মারে স্থানীয় বাসিন্দা পেশায় পুলিশকর্মী বিশ্বজিৎ প্রধান ওভাফে ন্যাড়া। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শেখ তদবীর আলী কে তড়িঘড়ি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তারপরেই এলাকা রণক্ষেত্র চেহারা নেয় উত্তেজিত জনতা বিশ্বজিতের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে অবস্থা আয়ত্বে আনে।
এদিকে শেখ তদবির আলীর অবস্থার অবনতি ঘটায় ঝাড়গ্রাম থেকে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে কলকাতা স্থানান্তর করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই সেখ তদবীর আলীর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অভিযুক্ত যুবক বিশ্বজিৎ এখনো পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।