পাথর দিয়ে রাস্তার ঘুমন্ত কুকুরকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ জলপাইগুড়ির এক যুবকের বিরুদ্ধে, শাস্তির দাবিতে থানার দ্বারস্থ পশু প্রেমী সংগঠন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ মার্চ: পাথর দিয়ে রাস্তার ঘুমন্ত কুকুরকে প্রাণে মেরে ফেরার চেষ্টার অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের মহামায়া পাড়ার এক যুবকের বিরুদ্ধে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে পশুপ্রেমী সহ শহরবাসীর মধ্যে। শনিবার কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে ওই যুবককে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুললেন পশু প্রেমী সংগঠন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনায় তদন্ত শুরু করেছে।

এ দিন থানায় তিনটি পশু প্রেমী সংগঠন থানায় অভিযোগ করে। শহরে মিছিল করে প্রতিবাদে সামিল হন পশুপ্রেমীরা। অন্যদিকে দোল উৎসবকে কেন্দ্র করে কেউ কেউ পথ কুকুর ও পশুর গায়ে রঙ দিয়ে মনোরঞ্জন করে থাকেন, এর প্রতিবাদ জানালেন পশুপ্রেমীরা। দোলের উৎসবে কেউ যেন পশুদের গায়ে রঙ না দেয় এই দাবি তুলে ধরলেন পশুপ্রেমীরা।

পশুপ্রেমী সংগঠনের সদস্য উত্তম দাস বলেন, “পথ কুকুরকে পাথর দিয়ে মারার ভিডিয়ো ভাইরাল হয়েছে। আমাদের সংগঠনের কাছে এর প্রতিবাদ জানাচ্ছেন সকলে। এই কারণে থানায় অভিযোগ করে ডিভিয়ো ও ছবি তুলে দিয়ে ওই যুবকের শাস্তির দাবি জানায়। অন্যদিকে দোল উৎসবে কেউ যেন পশুর গায়ে রঙ না দেয় এই দাবি তুলে ধরা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here