কালই দল ঘোষণা আব্বাস সিদ্দিকির, তবে তিনি ভোটে প্রার্থী হবেন না

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২০ জানুয়ারি: সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার কলকাতায় নিজের দল ঘোষণা করবেন ফুরফুরা শরীফের পিরজাদা আব্বাস সিদ্দিকি। আহলে সুন্নাতুল জামাত একটি অরাজনৈতিক সংগঠন। ফলে আব্বাস সিদ্দিকি তাঁর দলের নতুন নামকরণ করবেন। দলের নাম কি হবে সে সম্পর্কে আজই কিছু জানাতে চাননি তিনি, তবে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রায় অর্ধেক আসনে তাঁর দল প্রার্থী দেবে বলে জানিয়েছেন আব্বাস। তবে তিনি নিজে প্রার্থী হবেন না। তাঁর বক্তব্য, “আমি কিং মেকার। আমি প্রার্থী তৈরি করি, প্রার্থী হই না।” বুধবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় একটি ধর্মীয় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন আব্বাস।

এদিন আব্বাসের ধর্মসভা থাকলেও সেই সভা থেকে মূলত রাজনৈতিক কথাবার্তা বলেন, মুসলম সংগঠনের এই নেতা। একদিকে যেমন তৃণমূল মুসলমানদের ব্যবহার করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে সে কথা বলেন আব্বাস, তেমনি বিজেপি ও এনআরসির নামে গরিবদের পেটে লাথি মারতে চাইছে বলে দাবি করেন তিনি। ফলে গরিবদের স্বার্থে, মুসলমান, দলিত, আদিবাসীদের স্বার্থে তিনি এবার রাজনীতির ময়দানে লড়বেন বলে জানান। আর সেই কারণেই আগামীদিনে সাধারণ মানুষের স্বার্থে তাঁর দল লড়াই করবে বলে জানান আব্বাস। আর সেই কারণে বিভিন্ন ছোট ছোট আঞ্চলিক দলকে সাথে নিয়েই আগামীদিনে বিধানসভা ভোটে লড়াই করবেন বলে জানিয়েছেন আব্বাস।

তিনি বলেন, দেশ সবার। ২০২১ সালে তাঁর দল রাজ্যে ৫০ থেকে ৬০টি আসন পাবেই। আর এই আসনই বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি আরও বলেন,
“২০২১ এ কেউ পুরো আসন পাবে না। সমীক্ষাটাই বলছে। ফলে আমাদের যদি ৫০-৬০টা আসন চলে আসে, তাহলে আমরাই এ রাজ্যের ভবিষ্যৎ ঠিক করবো। আমারা যার পাল্লায় উঠবো সেই মুখ্যমন্ত্রী হবে। ফলে যারা আমাদের কথা শুনবে, আমাদের জন্য ভাববে, আমাদের ছেলে মেয়েদের ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করবে আমরা তাঁদের সাথে থাকবো।” তিনি আরও বলেন, “দেশ বাঁচানোর লড়াইয়ে আমাদের নামতে হবে। এতে জীবন যাবে, পিছলে হবে না। প্রয়োজন হলে দেশদ্রোহীদের জীবনও নিতে হবে। সেখানে হাত কাঁপলে হবে না। ইটের জবাব পাথরে হবে। এতদিন সকলকে আমি ঠাণ্ডা করে রেখেছিলাম, এটা অরাজনৈতিক সংগঠন তাই। কিন্তু কালকের পর আর এটা অরাজনৈতিক সংগঠন থাকবে না। এটা রাজনৈতিক সংগঠন হয়ে যাবে। ইটের জবাব আমারা পাথর দিয়েই দিতে তৈরি আছি।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here