কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে: নবজোয়ার কর্মসূচিতে ঘাটালে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকোনা টাউনের কালিকাপুরে রোড শো’য়ের পর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামের দিকে তার কনভয় রওনা দেয়। ক্ষীরপাইতে রাস্তার ধারে দোকান থেকে তিনি চা খান। মানুষের সঙ্গে কথা বলেন।
অভিষেক রাত সাড়ে আটটার পরে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে পৌঁছান। তিনি বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের আবক্ষমূর্তিতে মাল্যদান করেন।।
বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সংগ্রহশালা তিনি ঘুরে দেখেন। স্থানীয় মানুষজনের সাথে সৌজন্য বিনিময় করেন এবং এর পরে তার কনভয় ঘাটালের দিকে রওনা দেয়।
ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল ফুটবল ময়দানে তৈরি তাবুতে তিনি রাত্রি যাপন করবেন। পরদিন অর্থাৎ সোমবার বিকেলে তিনি দাসপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।