নাম করে তোলাবাজ ভাইপো বলায় শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজেন রায়, কলকাতা, ২১ জানুয়ারি: একুশের নির্বাচনের আগে একদিকে যেমন চলছে রাজনৈতিক উত্তর প্রত্যুত্তরের লড়াই, ঠিক তেমনই অন্যদিকে চলছে আইনি লড়াই। কিছুদিন আগেই তৃণমূলের চার নেতার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার প্রকাশ্য সভায় তৃণমূল যুব সভাপতি তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ‘তোলাবাজ ভাইপো’ বলে আক্রমণ করায় তাকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর সেই ময়দানে বক্তব্য রাখার সময় শুভেন্দু তৃণমূলের এক শীর্ষ নেতাকে তোলাবাজ ভাইপো বলে আক্রমণ করেছেন। যদিও পরবর্তীকালে দেখা গিয়েছে তিনি বারবার তোলাবাজ ভাইপো শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন। কিন্তু একবারের জন্যেও সেই নেতার নাম করেননি শুভেন্দু অধিকারী। কিন্তু সম্প্রতি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি সভা করে বিজেপি। সেখানে প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাঁকে তোলাবাজ ভাইপো বলে স্লোগান তুলেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দুর কাছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কোনও রকম তথ্য প্রমাণ ছাড়া অভিষেকের নাম করে অযথা তোলাবাজির অভিযোগ আনা হয়েছে। এই নোটিশ পাওয়ার ৩৬ ঘন্টার মধ্যে শুভেন্দুকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। সেটা তিনি না করলে পরবর্তী আইনি পদক্ষেপ করবেন অভিষেক। এমনটাই নোটিশে বলা হয়েছে। এদিন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু নোটিশ পাঠিয়েছেন শুভেন্দুকে। এর পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি নারদ কান্ড এবং সারদা কাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছেন অভিষেক। সেই নোটিশে লেখা রয়েছে, সারদা চিট ফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন। তিনি আপনাকে প্রচুর টাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন একটি চিঠির মাধ্যমে। নোটিসে একথা জানানোর পাশাপাশি সেই চিঠির প্রতিলিপি সেখানে জুড়ে দেওয়া হয়েছে বলে খবর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here