
নীল বনিক, আমাদের ভারত, ২৭ মার্চ: মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিলে দুকোটি টাকা দিলেন কংগ্রেসের রাজ্য সভার সাংসদ অভিষেক মনু সিংভি। উল্লেখ্য, এরাজ্য থেকে এআইসিসি নেতা অভিষেক মনু সিংভি রাজ্য সভার সাসদ নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিলে রাজ্যের সমস্ত জনপ্রতিনিধিরা অর্থ দিচ্ছেন। ইতিমধ্যেই বিজেপির ১৮ জন সাংসদ অর্থ দিয়েছেন। বাম বিধায়করাও ১০ লক্ষ টাকা দিয়েছেন। বিজেপির সাংসদরা ৫০ লক্ষ থেকে দু’কোটি টাকা দিয়েছেন। এবার দুকোটি টাকা দিলেন কংগ্রেসের রাজ্য সভার সাংসদ।
শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এক ভিডিও বার্তায় এইকথা জানান। তিনি বলেন আমরা অভিষেক মনু সিংভিকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলার মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলার কংগ্রেস কর্মীদের থেকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সভার সাংসদকে।