প্রিয়াঙ্কাকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠানো নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিষেক মনু সিংভির

আমাদের ভারত, কলকাতা, ২২ ফেব্রুয়ারি: এরাজ্য থেকে প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সভায় যাওয়ার সম্ভনা উস্কে দিলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তিনি বলেন, প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সভায় যাক তা সব কংগ্রেস নেতাই চান। তবে প্রিয়াঙ্কা গান্ধী কোন রাজ্য থেকে রাজ্য সভায় যাবেন তা দলে আলোচনা হয়নি। আগামী এআইসিসির বৈঠকে এই বিষয়ে আলোচনা হবার পর তা ঠিক হবে বলে জানান এআইসিসি নেতা অভিষেক মনু সিংভি। তবে সোনিয়া তনয়াকে রাজ্য সভায় এবার পাঠানো হবে বলে একপ্রকার নিশ্চিত করেন অভিষেক মনু সিংভি।

প্রসঙ্গত, কয়েকদিনের মধ্যেই রাজ্যের চারটি রাজ্য সভার আসন খালি হচ্ছে। তিনটিতে তৃণমূলের জয় নিশ্চিত। একটিতে বাম, কংগ্রেস জোট করে লড়াই করলে জোটের প্রার্থী জিতবে। তাই এরাজ্য থেকে অনেক কংগ্রেস নেতাই প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করতে দিল্লিতে দৌড়াদৌড়ি শুরু করেছেন। সেই প্রসঙ্গে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিষেক মনু সিংভির। তিনি বলেন, মধ্যপ্রদেশ, বাংলা সবাই সোনিয়া তনয়াকে চাইছেন। তবে পুরো সিদ্ধান্ত কংগ্রেসের বৈঠকেই ঠিক হবে বলে জানান তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here