পুরনো চোররা জেলে তাই নতুন চোর খুঁজতে বেরিয়েছেন অভিষেক, হুগলিতে নবজোয়ার কর্মসূচিকে চুড়ান্ত কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ৮ জুন: হুগলি জেলা থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে কুন্তল ও শান্তুনু। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির হুগলি জেলা সফর নিয়ে তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কটাক্ষ করে তিনি বলেন, পুরনো চোররা জেলে ঢুকে গিয়েছে তাই নতুন চোর খুঁজতে এসেছেন অভিষেক।

বুধবার হুগলির আরামবাগ, পোলবা, বলাগরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছু দিন আগে এই জেলা থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার রেশ টেনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রের বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে জন সম্পর্ক অভিযানে চুঁচুড়ায় কবি অরুণ চক্রবর্তীর বাড়িতে সাক্ষাত সেরে ফেরার পথে সাংবাদিকদের সামনে সুকান্ত বলেন, যারা টাকা কালেকশন করে পৌঁছে দেবে তার জন্য লোক ও এজেন্ট লাগবে। সেই লোক বা নতুন মুখ খুঁজতে এসেছেন অভিষেক।

তার আরও দাবি অভিষেকের কর্মসূচিতে জনসমাগম হচ্ছে না। তাঁর কথায়, আরামবাগে তো লোকই হয়নি। জনজোয়ার কোথায়? জন ভাটা চলছে এখন।

অভিষেক দু’দিন আগে ট্রাক্টরে চেপে রোড শো করেন। সেই ঘটনাকেও কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত। তিনি বলেন, “ট্রাক্টর তো চালাতে জানতে হবে।ট্রাক্টরের সাইডে বসে গিয়ে কি হবে? ওখানে তো কৃষকের বউরা বসে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here