আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ জানুয়ারি: তৃণমূল কংগ্রেসকে বিষবিক্ষ বলে আখ্যা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। উত্তর ২৪ পরগনা অশোকনগরের গুমা’য় তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয় মল্লিক পরাজিত হবেন।
আজ অশোকনগরের গুমা এলাকায় বিজেপির একটি মিলনোৎসব ও বনভোজনে এসে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, গরু পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জি জেলে থাকবেন এটা নিশ্চিত। জেলে বসেই তিনি মানুষের কাছে জবাব দিতে বাধ্য হবেন। যুব তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগণার সভাপতি দেবরাজ চক্রবর্তীও আক্রমণ করেন তিনি। সৌমিত্র বলেন, গরু পাচার ও কয়লা পাচারের সঙ্গে যুক্ত রয়েছে দেবরাজ চক্রবর্তী। এর পরে সরাসরি তৃণমূল কংগ্রেসকে বিষবৃক্ষের দলেও আখ্যা দেন সৌমিত্র। পাশাপাশি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকায় দাঁড়িয়ে সৌমিত্র বলেন, এবার ৫০ থেকে ৬০ হাজার ভোটে হারবেন জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়েরও সমালোচনা করে বলেন এরা ক্ষমতার লোভে যা খুশি বক্তৃতা করছেন।