
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ মে: ঝাড়গ্রামের বেলপাহাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড
শোতে উপচে পড়ল মানুষের ভিড়। শুক্রবার বিকেলে ৪টা ৪৫ মিনিটে পুরুলিয়ার বান্দোয়ান থেকে বেলপাহাড়ির ইন্দিরা চকে পৌঁছায় অভিষেক।
অভিষেককে স্বাগত জানানোর জন্য উপস্থিতি ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু, জেলা সভাপতি দুলাল মুর্মু, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও ব্লক তৃণমূলের নেতৃত্বরা। ইন্দিরা চক থেকে বেলপাহাড়ি থানা পর্যন্ত গাড়ির উপর দাঁড়িয়েই রোড শো করেন অভিষেক।