হরিরামপুরে তৃণমূলের অঞ্চল সম্মেলনে কর্মীদের অনুপস্থিতি বিড়ম্বনা বাড়ালো গৌতমের, ক্ষোভ প্রকাশ জেলা সভাপতির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ জানুয়ারি: দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলে বিপ্লবের কামব্যাক হতেই গ্রহণযোগ্যতা কমছে জেলা সভাপতি গৌতম দাসের। অঞ্চল সন্মেলনে সেভাবে দেখাই মিলল না কর্মীদের। হরিরামপুরের গোকর্ণ অঞ্চলে লৌহচর হাইস্কুলে অনুষ্ঠিত অঞ্চল সম্মেলনে কর্মীদের অনুপস্থিতি চরম বিড়ম্বনা বাড়িয়েছে জেলা সভাপতির। যা নিয়ে সভা মঞ্চে উঠে নেতৃত্বদের উদ্দেশ্যে একপ্রকার ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে জেলা সভাপতি গৌতম দাসকে। যদিও প্রচন্ড ঠাণ্ডার কারণেই এমন অনুপস্থিতি বলে সাফাই দিয়েছেন অনেকে।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পর শুক্রবার জেলায় চেয়ারম্যানের দায়িত্ব পান প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র। যা নিয়ে সরগরম পরিস্থিতির মধ্যেই শনিবার বিকেলে অঞ্চল সম্মেলন করতে হরিরামপুরের গোকর্ণ অঞ্চলে হাজির হন জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস। তবে কর্মীদের আসন বেশিরভাগ ফাঁকা থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। যা নিয়ে উপস্থিত নেতা কর্মীদের অনেককে বলতে শোনা যায় ‘বুথ সম্মেলনেও এর থেকে বেশি লোক হয়’। গোকর্ণ অঞ্চলে ওইদিনের সেই সম্মেলনে জেলা সভাপতি গৌতম দাস ছাড়াও উপস্থিত ছিলেন, অঞ্চল সভাপতি সাদরুল ইসলাম, চেয়ারম্যান ও উপ-প্রধান জাকির হোসেন, হরিরামপুর ব্লক সভাপতি হাতেম আলী, সহ-সভাপতি সমীর সরকার প্রমুখ।

যে ঘটনা নিয়ে এদিন বিপ্লব মিত্রকে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন, সদ্য চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন। সভাপতির সাথে আলোচনায় বসা হবে। নিজেদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি যাতে না থাকে সেই দিকটিও দেখা হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here