ডিআই’য়ের কাছে এবিটিএ’র ডেপুটেশন

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: বুধবার বিকেলে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) নিকট ডেপুটেশনে দিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। তাদের মূল দাবি গুলি ছিল‌ অনলাইন স্টাফ প্যাটার্নে বিভিন্ন সংশয় ও বিভ্রান্তি দূর করা, সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের পে প্রোটেকশন, নর্মাল সেকশনের শিক্ষকদের আপার প্রাইমারিতে স্থানান্তকরণ বন্ধ করা, পার্শ্ব শিক্ষকের ন্যায্য সম্মান জনক বেতন কাঠামো চালু, সঠিকভাবে এবং দ্রুত ষষ্ঠ বেতন কমিশন চালু প্রভৃতি।

এদিন বিকেলে রবীন্দ্রনগরে অবস্থিত এবিটিএ জেলা অফিস গোলোকপতি ভবন থেকে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের একটি মিছিল শুরু হয়ে বিদ্যাসাগর মোড়, গান্ধী মোড়, পঞ্চুর চক হয়ে ডিআই অফিসে যায়। সমিতির দুই শতাধিক কর্মী-সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। মিছিল ও ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুবীর সিনহা, মৃণাল নন্দ, জগন্নাথ খান, কৃষ্ণা সর্দার, সুধাপদ বসু, সত্যকিঙ্কর হাজরা প্রমুখ। উল্লেখ্য বুধবার সমস্ত জেলাতেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here