নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ত্রাণ বিতরণ কর্মসূচি

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: গত রবিবারের পরে এই রবিবারও ত্রাণ বিতরণ হল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির(এবিপিটিএ) উদ্যোগে। রবিবার সকালে নিখিলবঙ্গ প্রাথিমিক শিক্ষক সমিতির(এবিপিটিএ)সদর গ্রামীন চক্রের সদস্য-সদস্যা শিক্ষক-শিক্ষিকারা ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী -৪ নং গ্রাম‌ পঞ্চায়েতের ফুলপাহাড়ি গ্রামে। এদিন ফুলপাহাড়ি গ্রামের ১২০টি দুঃস্থ-অসহায় কর্মহীন পরিবারের হাতে তাঁরা আলু, পেঁয়াজ, ডিম, মুসুর ডাল, সরিষার তেল, সাবান, সোয়াবিন, নুন, হলুদ, লঙ্কা গুড়োর প্যাকেট প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। গুড়গুড়িপাল থানার সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বন্টন প্রক্রিয়া সম্পন্ন হয়।

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে উপস্থিত ছিলেন সংগঠনের সদর গ্রামীণ চক্রের সম্পাদক দেবজিৎ মিশ্র, উদয় বেরা, সুজিত পাত্র, নিরঞ্জন মাঝি, হরমোহন মাহাত, অমলেশ পড়িয়া, সুজয় সিং, জিতেন মান্ডি, মদনমোহন পাত্র, কৃষ্ণা চক্রবর্তী, সুস্মিতা মাইতি প্রমুখ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ফুলপাহাড়ি গ্রামের পঞ্চায়েত সদস্য শিখা নায়েক আদ্যোপান্ত এই ত্রাণকার্য সুষ্টভাবে পরিচালনায় সহযোগিতা করেন।

সংগঠনের সম্পাদক দেবজিৎ মিশ্র বলেন, “ফুলপাহাড়ি গ্রামের ১২০ টি দুঃস্থ-অসহায় পরিবারের হাতে আমরা অল্প কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলাম। লকডাউনে এই সামান্য ত্রাণ যদি কর্মহীন হয়ে পড়া মানুষ গুলোর কিছুটা হলেও কাজে আসে, তাহলে তাঁরা খুশি হবেন। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
সংগঠনের অন্যতম সদস্য মদন মোহন পাত্র, করোনা রোগের সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সরকারি নির্দেশিকা মেনে বানানো সেই সংক্রান্ত একটি লিফলেট গ্রামবাসীদের হাতে তুলে দেন এবং এ বিষয়ে সবাইকে সচেতন থেকে আতঙ্কিত না হয়ে একত্রে রোগ প্রতিরোধে এগিয়ে আসার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *