
আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মে: শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের গুড়িগুড়িপালে আয়োজিত এক ত্রাণ বন্টন শিবিরে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে ৬০টি পরিবারকে সহায়তা করা হয়েছে।
রবিবার সকালে ত্রাণ হিসেবে ডাল, চিনি, নুন, সুজি, সরিষার তেল, সোয়াবিন, বিস্কুট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং একটি করে মাস্ক ও সাবান সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের মেদিনীপুর সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান, জোনাল সম্পাদক শান্তনু সিনহা, জোনাল সভাপতি সুদীপ কুমার খাঁড়া, মহাকুমা নেতৃত্ব সুমন সামন্ত, পল্লব সরকার, শ্যামল ঘোষ, জোনাল নেতৃত্ব গৌরীশঙ্কর সাহু, উত্তম মজুমদার, পবন মন্ডল, দেবাশীষ পাত্র প্রমুখ শিক্ষক নেতৃত্ব।