অসহায় মানুষদের পাশে দাঁড়াল এবিটিএ

আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ মে: লকডাউনের সংকটকালে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এল শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। বুধবার সকালে সংগঠনের মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরিতে আয়োজিত এক ত্রাণ শিবিরে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে ৭১টি পরিবারের হাতে ত্রাণ হিসেবে ডাল, চিনি, নুন, সুজি, সোয়াবিন, বিস্কুট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং মাস্ক ও সাবান সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপত্তারণ ঘোষ, সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান, জোনাল সম্পাদক শান্তনু সিনহা, সভাপতি সুদীপ কুমার খাঁড়া,নপবন মন্ডল, পার্থসখা গোস্বামী, মিলন বটব্যাল, রাজশেখর প্রামাণিক, রাজীব সরকার, প্রতাপ সামন্ত, আক্রামূল আলম সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব।

অন্যদিকে একই দিনে সংগঠনের খড়্গপুর গ্রামীন-১ নং আঞ্চলিক শাখার উদ্যোগে আইআইটি পেট্রোল পাম্পের কাছে আয়োজিত এক ত্রাণ শিবিরে ১৭৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক, জোন সম্পাদক সুশান্ত খাঁন, অমিতাভ দাস প্রমুখ শিক্ষক নেতৃত্ব। এছাড়া মঙ্গলবার সংগঠনের দাসপুর-২ আঞ্চলিক শাখার উদ্যোগে স্থানীয় এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *