
আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুন: শুক্রবার সকালে
এবিটিএ’র মেদিনীপুর শহর আঞ্চলিক শাখার উদ্যোগে মেদিনীপুর শহরের চার নম্বর ওয়ার্ডের ১৩০টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে ত্রাণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন এবিটিএ পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খাঁন, প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত মজুমদার, সংগঠনের জেলা কাউন্সিল সদস্য শক্তিপ্রসাদ মিত্র, সুরেশ পড়িয়া, সবিতা মান্না, মহকুমা কোষাধ্যক্ষ জহরলাল রায়, মহকুমা সদস্য মদনমোহন কুন্ডু, মেদিনীপুর শহর জোনের সম্পাদক অরূপ মাইতি, জোনাল নেতৃত্ব অরূপ ঘোষ, গৌতম চক্রবর্তী সহ নেতৃবৃন্দ। কর্মসূচি রূপায়ণে এলাকার বাম ছাত্র-যুব ও প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ সাহায্যের হাত বাড়িয়ে দেন।