আমাদের ভারত, ৩০ এপ্রিল: গ্রীষ্মের ছুটি দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাক্ষেত্রে বিভাজনের নীতির তীব্র বিরোধিতা জানাল এবিভিপি।
সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিগত ১০ বছরে শিক্ষাক্ষেত্রে তথা সমাজের নানান স্তরে বিভাজনের রাজনীতির সাক্ষী থেকেছে বাংলার মানুষ। গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রীষ্মের তাপপ্রবাহের কারণে যে ছুটি ঘোষণা করা হয় তাতেও দেখা যায় উচ্চশিক্ষা ও মধ্যশিক্ষা পর্ষদের ২ মে থেকে ছুটি ঘোষণা করেছেন। কিন্ত মাদ্রাসা বোর্ডের জন্য কোনও নিয়ম নেই। এর আগেও আমরা দেখেছি অর্থ বরাদ্দের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ডের জন্য স্পেশাল প্যাকেজ। বর্তমান সরকার গ্রীষ্মের ছুটি ঘোষণা বাংলার বুকে খুব সহজে ডিভাইড অ্যান্ড রুলস নীতি বজায় রাখল।
বাংলার বুকে শিক্ষাক্ষেত্রে বিভাজনের নীতি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, তাই বিদ্যার্থী পরিষদ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষাক্ষেত্র এবং শিক্ষাঙ্গনকে এই বিভাজনের হাত থেকে রক্ষা করার জন্য এবিভিপি বদ্ধপরিকর। আমরা দাবি জানাই সকলের জন্য এক নিয়ম, এক শিক্ষা ও এক নির্দেশিকা হোক।