দেশের দুইপ্রান্তে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলো সংঘের ছাত্র সংগঠন এবিভিপি

নীল বনিক: আমাদের ভারত, কলকাতা, ৩০ নভেম্বর:
দেশের দুইপ্রান্তে ধর্ষণের ঘটনায় রাস্তায় নামলো সংঘের ছাত্র সংগঠন এবিভিপি। হায়দ্রাবাদে পশুচিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণকারীদের শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যেয় শিয়ালদহ স্টেশনের সামনে জমায়েত হন। এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্যা পায়েল ধর বলেন, ধর্ষণ করে একজন মানুষকে পুড়িয়ে মেরে নৃসংসতার পরিচয় দিয়েছেন ধর্ষণকারীরা। এই নৃশংস ঘটনাটি যে অভিযুক্তরা ঘটিয়েছে অবিলম্বে তাদের ফাঁসি দিতে হবে বলে জানান পায়েল ধর। এই ঘটনায় জড়িত সব ব্যক্তিদের অভিলম্বে বিচার করার কথাও বলেন তিনি।

তারসঙ্গে কালীঘাটেও নাবালিকার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে কয়েকজন দুষ্কৃতি। তাদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিত বলে জানান এবিভিপি নেত্রী। শিয়ালদা স্টেশন চত্বরে হায়দ্রাবাদের মৃতার আত্মার স্মরনে প্রদীপ জ্বালিয়ে আত্মার শান্তি কামনা করেন এবিভিপির সদস্যরা। কলকাতার কালিঘাটের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন পায়েল ধর। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ষণ হচ্ছে। অথচ রাজ্যের পুলিশ মন্ত্রী চুপ বলে জানান তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here