স্বদেশী দ্রব্যের ব্যবহার বাড়াতে ও চীনা দ্রব্য বয়কটের আবেদন নিয়ে সোমবার থেকে রাস্তায় নামছে এবিভিপি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ জুন: স্বদেশী দ্রব্যের ব্যাবহার বাড়াতে এবার প্রচার অভিযান কর্মসূচি নিল এবিভিপি। সংঘের ছাত্র সংগঠন আগামী সোমবার থেকে স্বদেশী দ্রব্যের সমর্থনে রাস্তায় নামছে। রাজ্যজুড়ে টানা তিনদিন স্বদেশি দ্রব্যের ব্যাবহার বাড়াতে রাস্তায় রাস্তায় প্রচার করবে বিদ্যার্থী পরিষদের সদস্যরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশকে আত্মনির্ভর হতে হলে স্বদেশি দ্রব্যের ব্যাবহার বাড়াতে হবে। প্রধানমন্ত্রীর এমন ডাককে মানুষের মধ্যে পৌছে দিতে প্রচার করবে সংঘের ছাত্র সংগঠন। সংঘের দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার জানান, বিদ্যার্থী পরিষদ রাজ্যের মানুষের কাছে চীনা দ্রব্য বয়কটের জন্য আবেদন করবে।

চীন গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। তারপর বর্তমানে লাদাখে ভারতীয় ভূখন্ড দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন সুরঞ্জন সরকার। চীনের অমানবিকতার প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ করোনার আতঙ্ক থাকা সত্বেও রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই সংঘের ছাত্র সংগঠন আন্দোলনে নামছে বলে জানিয়েছেন সুরঞ্জন সরকার। কয়েকদিন আগে কেন্দ্রীয় বাহিনীর ক্যান্টিনে স্বদেশি দ্রব্য পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার এই ইস্যুতে রাস্তায় নেমে প্রচার কর্মসূচি গ্রহণ করল রাজ্য বিদ্যার্থী পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *