পথ দুর্ঘটনায় মৃত্যু এক মোটরসাইকেলের আরহীর, গুরুতর জখম ১

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ ডিসেম্বর: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার রাইবেড়াতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেলের আরহীর। গুরুতর জখম আরো একজন। এদিন রায়বেড়াতে সুবর্ণরেখা নামে একটি বেসরকারি সংস্থার বাস খড়িকামাথানীর দিক থেকে নয়াগ্রাম আসছিল। প্যাসেঞ্জার নামানোর জন্য বাসটি রাইবেড়া বাস স্টপেজে দাঁড়ায়। ঠিক সেই সময় খড়িকার দিক থেকে নয়াগ্রামের দিকে আসা একটি মোটরসাইকেল স্পিড কণ্ট্রোল করতে না পেরে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম প্রমথেন্দু রাউত। বাড়ি খড়িকামাথানী গ্রাম পঞ্চায়েত ঘাগরিশোল গ্রামে। মোটরসাইকেলের থাকা আর এক ব্যক্তি দূর্বাদল রাউতকে গুরুতর জখম অবস্থায় নয়াগ্রাম থানার পুলিশ উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায়।সেখানে তার চিকিৎসা চলছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here