অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ জুলাই: বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি বাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রশান্ত শাসমল।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরের চালকের সাথে প্রশান্ত কথা বলছিল। ট্রাক্টর থেকে নামার পরে ট্রাক্টরের সামনে দাঁড়িয়ে সে পড়ে। চালাক বুঝতে না পেরে গাড়ি চালাতে শুরু করে। তার পরেই ট্রাক্টরের ডালায় লেগে প্রশান্ত পিছনের চাকার সামনে পড়ে যায়। তারপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গাগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে। এই ঘটনার পরেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাঁকরাইল থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে।