
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ মার্চ: শনিবার বিকেলে লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানা এলাকার জিতুশোলের একটি স্পঞ্জ আয়রন কারখানার মধ্যে। মৃত ব্যক্তির নাম রাজা সেন (৫০)। তার বাড়ি ঝাড়্গ্রাম শহরের বাছুরডোবা এলাকায়।
ঝাড়গ্রাম লোধাসুলি রাজ্য সড়কের পাশে জিতুশোলে অবস্থিত ঝাড়গ্রামের এক ব্যবসায়ী গোষ্ঠী পাটোয়ারীদের স্পঞ্জ আয়রন কারখানায় ওই ব্যক্তি কর্মরত ছিলেন। কারখানার কাজ শেষ হওয়ার পর বিকেলে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় গেটের সামনে কারখানার কাঁচামাল বোঝাই একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ঝাড়্গ্রাম থানার পুলিশ জানিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতাল পাঠিয়েছে।